সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত সুজার আলী খাঁর পুত্র হযরত আলী খাঁ দিং এর ৫০ শতক পৈত্রিক সম্পত্তি তার চাচা মোজার খাঁর পুত্র মোঃ শহিদুল খাঁ কর্তৃক জবর দখল করার পায়তারা চালানোর অভিযোগ পাওয়া গেছে। সুত্রে জানা যায়, দক্ষিণ কদমতলা গ্রামের হযরত আলী খাঁ দিং, মুন্সীগঞ্জ মৌজায় ১২৫ খতিয়ানের ১০৯৯ ও ১১০০ নং দাগে পৈত্রিক সম্পত্তি হিসেবে ৫০শতক জমির দাবীদার বা পিতা জীবিত থাকা থেকে অদ্যাবধি পর্যন্ত দখলে আছে। যাহা তার চাচাত ভাই শহীদুল ইসলাম দিং কর্তৃক ২২/০৯/১৯৬৩ তারিখের ১২৬৪ নং দলিল দেখিয়ে জবর দখল করতে চায়। হযরত আলী খাঁর উক্ত দলিলটি সন্দেহ হলে সার্টিফিকেট কপি তুলে দেখা যায়, একই নং দলিলের মালিক রমজাননগর ইউনিয়নের দাতা-মানিক বিশ্বাস ও গ্রহীতা -মান্নান শেখ। এব্যাপারে গত ইং ১৭/০৪/১৮ তাং স্থানীয়ভাবে এক শালিশ অনুষ্ঠিত হয়। সেখানে দুটি দলিল যাচাই করা হলে শহীদুল ইসলাম গংরা বার বার জবর দখলের হুমকী দিতে থাকে হযরত গং দের। নিরুপায় হয়ে গত ২১/০৪/২০১৮ তারিখে বিজ্ঞ আমলী ৫নং আদালত সাতক্ষীরায় সিআরপি মামলা দাখিল করে। যার তদন্ত পূর্বক প্রতিবেদনের জন্য মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান-কে নির্দেশ দেন আদালত। ইউপি চেয়ারম্যান উভয় পক্ষের উপস্থিতিতে তদন্ত করে ঐ সম্পত্তির মূল মালিক হযরত আলী খাঁ দিংদের বলে, প্রতিবেদন আদালতে প্রেরণ করে। বিষয়টি আদালতে বিচারাধিন আছে। কাগজ পত্রে দেখা যায়, শহিদুল ইসলাম দিং দেওয়ানী ৬৩১৯ নং এ একটি মামলা দায়ের করে। যাহার জবাব দাখিলের দিন আগামী ২৮/১১/১৯ ইং তারিখে ধার্য্য রয়িয়াছে। এর পরে ও শহিদুল ইসলাম গং রা ঐ সম্পত্তি জবর দখল করার জন্য প্রতিনয়ত দলবদ্ধভাবে হুমকি দিচ্ছে।এমন কি নানান মিথ্যা মামলায় হযরত আলী গংদের ফাঁসিয়ে দেবে বলে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে বলতে চান তাদের দলিল সঠিক। তারা জমি পাবে বলে আদালতে দেওয়ানী মামলা দাখিল করেছে।