শ্যামনগর প্রতিবেদক: নাশকতা কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতা রবিউল ইসলাম রওশন কে আটক করেছে থানা পুলিশ। সেমাবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর রহমানের নেতৃত্বে পুলিশ দল নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার উত্তর আটুলিয়া গ্রামে ইসমাইল মোল্যার ছেলে। শ্যামনগর থানায় মামলা হয়েছে।
শ্যামনগর থানার ওসি নূর ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা কর্মকান্ডে জড়িত থাকায় তাকে আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।