শ্যামনগর প্রতিনিধি: উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ১৫ আগষ্ট, জাতীয় শোক দিবস অবমাননা করে শ্যামনগর উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর এর নেতৃত্বে ঈশ্বরীপুর বাজার মসজিদে খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি ব্যবহার করে ব্যানার টানিয়ে ধর্মীয় অবমাননা ও নাশকতা পরিকল্পনা কারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছ। বুুুধবার (১৯ আগষ্ট) বিকেল ৪.০০ টায় "আমরা শ্যামনগরবাসী" এর ব্যানাওে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জহিরুল হায়দার বাবু'র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শ্যামনগর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে এ্যাডঃ জহিরুল হায়দার বাবু বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে এজাহারভূক্ত আসামিদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় দূর্বর আন্দলন গড়ে তোলা হবে।