নিজস্ব প্রতিবেদক: বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহিদ সুমন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা আমিনুর রহমান, মেরিন ফিসারিস অফিসার তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা আফজালুল হক, সিনিয়র সাংবাদিক, আবু সাঈদ, এম কামরুজ্জামান, রনজিৎ বর্মন, সরদার সিদ্দিক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সহ সভাপতি আব্দুল আলিম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন মিঠু, মারুফ বিল্লাহ রুবেল, আনিছু রহমান মিলন প্রমূখ।