জামিনুর রহমান, শ্যামনগর: আসুন লকডাউনে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়াই এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস বিস্তার রোধে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি’র পক্ষ থাকে লকডাউনে ভাসমান ও কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে সুস্বাদু রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এমপি পুত্র এস এম সায়েদ বিন হায়দার রাজিবের তত্ত্বাবধানে এ রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এবং পর্যায়ক্রমে উক্ত রান্না করা খাবার দুটি উপজেলায় ২০ টি ইউনিয়নে বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন এলাকায় লকডাউনে ভাসমান ও কর্মহীন হয়ে পড়া বহু মানুষের মাঝে স্বাস্থ্য বিধি মেনে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সহ নেতৃবৃন্দ।