
নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে সাবেক চেয়ারম্যান আকবর আলীর এডিট করা অশ্লীল ছবি প্রচারের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মো: আকবর আলীকে রাজনৈতিক প্রতিপক্ষ দলের কতিপয় কিছু ব্যক্তি তার ইতিবাচক ইমেজ নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এডিট করা ছবি ছড়িয়ে দেয়। এই বিষয়ে মো: আকবর আলী গত ২২ আগষ্ট ২০১৯ শ্যামনগর থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার নং-৮৯৭। পরে মো: আকবর আলী ফেসবুকে পরিচালিত ওই সব আইডি গুলোর মধ্যে শ্যামনগর উপজেলার তারানিপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র রাকিবুল হাসান, সোরা গ্রামের গোলাম মোস্তফার পুত্র মোঃ মোশারফ হোসেন সাদ্দাম ও ধুমঘাট গ্রামের রুহুল আমিন গাজীর নামের ব্যক্তিদের সনাক্ত করে ঢাকার বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ এর ২৫/২৬/২৯/৩৫ ধারা মতে একটি পিটিশন ২৬৪/২০১৯ নাম্বারে মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন ঢাকা বারের আইনজীবি এ্যাড: সবুজ ও এ্যাড: আব্দুল খালেক। আদালত মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সিআইডিকে তদন্ত করে আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ প্রদান করেন। ঘটনার বিষয়ে মো: আকবার আলি জানান, ফেইসবুক ও অনলাইন পত্রিকায় আমার যে আপত্তিকর ছবি দেওয়া হয়েছে সেটি এডিট করা। তাছাড়া আমার সাথে যে ছবিটি এডিট করা হয়েছে সে আমার বিবাহীত স্ত্রী হোসনেয়ারা। আমার কাছে বিবাহের কাবিননামা সহ সকল কাগজপত্র বিদ্যমান। বিবাদীরা সামাজিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এডিট করে এই ধরনের অপপ্রচার করেছে। আমি জীবন বাজি রেখে রমজাননগর ইউনিয়নের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করায় তার জনপ্রিয়তায় ইর্ষানিত হয়ে তার প্রতিপক্ষরা এডিট করা ছবি ফেইসবুকে প্রচার করে তার সামাজিক সন্মান ক্ষুন্ন করার জন্য তিনি ন্যায় বিচার দাবী করেন।