শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শ্যামনগরে সমাজসেবা কার্যালয় হতে হত-দরিদ্র চিংড়ি চাষিদের মাঝে সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলা সমাজসেবা অফিস কার্যলয়ে সুদ মুক্ত ক্ষুদ্র ঋনের তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপা সুদ মুক্ত প্রকল্প গ্রামের ১৫ জন চিংড়ি চাষীদের মাঝে প্রদান করা হয়েছে।
সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদপ্তর থেকে বরাদ্দকৃত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপা সুদ মুক্ত প্রকল্প গ্রামের ১৫ জন হত-দরিদ্র চিংড়ি চাষিদের মাছ চাষের সুবিধার্থে এক বছরের জন্য সুদ মুক্ত ক্ষুদ্র ঋণের টাকা বিতরণ করেন সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন,সমাজসেবা ঋণ প্রকল্প কর্মকর্তা তারেকর দেবনাথ, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি শেখ আব্দুল হাকিম সহ পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপা সুদ মুক্ত প্রকল্প গ্রামের ১৫ জন হত-দরিদ্র চিংড়ি চাষিরা।