জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরার শ্যামনগরে আপন চাচার বিরুদ্ধে ভাইজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যার পরে হাওয়ালভাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় শিশুটির মা ধর্ষক ইয়াছিন গাইনের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেছেন। তিনি ওই গ্রামে আলিমুদ্দীন গাইনের পুত্র। থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছেন। পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষক ইয়াছিনকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ধরার জন্য পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে।