
প্রধান প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাড়িতে খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। রোববার রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সাত সদস্যকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থরা হলেন ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা ফারুক হোসাইন (৪৫) দুই মেয়ে তামান্না (১৮), তায়েমা (১০), স্ত্রী রুমা ফেরদাউস (৩৭), বড় ভাই আলমগীর হোসেন (৫৫), দুই বোন রেহানা (৩৩) ও রেবেকা সুলতানা (৪৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে রাতের খাবার খাওয়ার পর একে একে সকলে অসুস্থ হয়ে পড়ে। গোঙানির শব্দে প্রতিবেশীরা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রেদওয়ান রাইসুল ইসলাম বলেন, খাদ্যে চেতনানাশক দ্রব্য মেশানোর কারণে এমন ঘটনা ঘটেছে। তবে সকলেই এখন শঙ্কামুক্ত।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ধারণা করছি, ঘরের মালামাল লুট করার জন্য দূর্বত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।