
সিরজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে রাতের খাদ্যে চেতনানাশক মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১০ টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় দুই নারী অচেতন অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
চিকিৎসাধীন দুই নারী হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামে মৃত আব্দুল গফুর মল্লিকের স্ত্রী নুর নেছা বিবি (৪০) ও তার মেয়ে ফারজানা ইয়াসমিন (১৮)।
পরিবারের পক্ষ থেকে শারমিন সুলতানা জানান, রাত ১০ টায় খাওয়ার পরেই নুরনেছা ও ফারজানা অচেতন হয়ে পড়ে। এ সুযোগে দুবৃর্ত্তরা ঘরে রক্ষিত নগদ ১১ লাখ টাকা ও ৪ টি স্বর্ণের রুলি, ৫ টি চেইন, ৬ টি কানের দুল ও ২৯ টি আংটি সহ ২৯ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। প্রতিবেশিরা টের পেয়ে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরি ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম বলেন, উভয়ের অবস্থা আশংকামুক্ত।