সাতনদী ডেস্ক: ‘সুবজ ক্যাম্পাস, সুন্দর ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে উপকূলীয় যুব সংগঠন কোস্টল ইয়ুথ নেটওয়ার্ক শ্যামনগরের কাশিমাড়ী ইউনিটের উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টায় সংগঠনের উদ্যোগে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাশিমাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কাশিমাড়ী ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, অধ্যক্ষ এস এম আব্দুল হাই, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর পরিচালক এস এম রাইসুল ইসলাম, আহবায়ক আলতাম হোসেন, সদস্য সচিব স্বপন দাস প্রমুখ। উদ্বোধনী দিনে কলেজ ক্যাম্পাসে নিম, বাদাম, জাম, বেদারুলসহ বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
শ্যামনগরে কোস্টল ইয়ুথ নেটওয়ার্কের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট