জি.এম আমিনুর রহমান: করোনা মোকাবেলায় শ্যামনগর উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে তিন দিন ব্যাপী কোভিড ওয়ারিয়র টীম ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও শ্যামনগর ফ্রেন্ডশীপ হাসপাতালের সহযোগিতায় হাসপাতালের হল রুমে ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল ডাঃ মোজাহেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান সহ সনদপত্র, পিপিই, মাস্ক ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী।
তিনি বলেন আমরা সবাই করোনা যোদ্ধা। শ্যামনগর করোনা মুক্ত রাখতে লড়ে যাচ্ছে প্রশাসন, স্বাস্থ্যকর্মী, পুলিশ, জনপ্রতিনিধিসহ একদল উদ্যোমী স্বেচ্ছাসেবক। সকলের নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় আজ পর্যন্ত শ্যামনগরকে করোনা মুক্ত রাখা সম্ভব হয়েছে। শ্যামনগরে করোনা মোকাবেলায় আরও এক ধাপ অর্জিত হল এই কোভিড ওয়ারিয়র টীম প্রশিক্ষণ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণ ব্যবস্থাপক রেজওয়ান মারুফ, প্রশিক্ষক ডাঃ এস এম এ মুকতাদির তামিম, ডাঃ আছমা, প্রশিক্ষনার্থী রনজিৎ কুমার বর্মন, গাজী আল ইমরান, আব্দুল আলিম, মারুফ হোসেন মিলন, নিলিমা রানী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন প্রশিক্ষণ সমন্বয়কারী হাসপাতালের এফ এইচ এস সমন্বায়ক শাহিন আহম্মেদ, প্রশিক্ষণ সহকারী এফএইচএস রক্ষণাবেক্ষণ ইনচার্জ এহছানুল হক, প্রশিক্ষণ আইটি সহকারী এমআইএস অফিসার পলাশ বাড়ৈ প্রমুখ।