সিরাজুল ইসলাম:
সাতক্ষীরা'র শ্যামনগরে নাসারুল উলুম সিদ্দীকিয়া কুরবানিয়া মাদ্রাসা কুরআনের মশক অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর সোমবার সকাল ১১ টায় থানা মসজিদ মাদ্রাসা'র মুহতামিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান মেহমান হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আন্তর্জাতিক কারী আলহাজ্ব হাফেজ আব্দুল হক।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনার মোড় দারুল ফালাহ কওমি মহিলা মাদ্রাসা'র মুহতামিম হাফেজ মোখলেছুর রহমান,জামেয়া হাম্মাদিয়া মাদ্রাসা'র মুহতামিম মুফতি মাওছুফ সিদ্দীক,মাদ্রাসা নির্বাহী সদস্য আলহাজ্ব নাজমুসছাহাদ পলাশ সহ বিভিন্ন মাদ্রাসা শিক্ষক,ছাত্ররা উপস্থিত ছিলেন।
প্রধান মেহমান তার আলোচনায় মাদ্রাসা'র সকলকে কুরআন শরীফের বিভিন্ন আয়াতের উচ্চারন সহ কুরআন শিক্ষা দেন।পরিশেষে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।