নিজস্ব প্রতিবেদক:
১৯ নভেম্বর ২০২০ বিকাল৩ ঘটিকায় শ্যামনগর নতুন রেজিষ্ট্রি ভবন সংলগ্ন লিডার্স এর কার্যকরী পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে কোভিড-১৯ মহামারীর কারনে ক্ষতিগ্রস্থ শ্যামনগর সদর ইউনিয়নের ৭৮ প্রান্তিক জনগোষ্টি যুবদের মাঝে ৩ কিস্তিতে নগদ ৫,৮৫,০০০ টাকা জরুরী অর্থ সহায়তা প্রদান করা হয়।
বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স এর বাস্তবায়নাধীন সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইড এর সহযোগিতায় কোভিড-১৯ মহামারীর কারনে ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্টির যুবদের মাঝে কোভিট-১৯ পরিস্থিতি মোকাবেলায় তিন কিস্তির সর্বশেষ কিস্তির ২৫০০ টাকা করে প্রদান করা হয়। অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এস. এম জগলুল হায়দার মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা-০৪।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহন কুমার মন্ডল, নির্বাহী পরিচালক লিডার্স, এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামনগর সদর ইউপি সদস্য রাম কৃষ্ণ মন্ডল, শ্যামনগর উপজেলা যুব ফোরামের সভাপতি ,মোঃ মোমিনুর রহমান, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, ফিল্ড ফ্যাসিলিলেটর সাদ্দাম হোসেন, মোঃ বাবর আলী, সীমা মন্ডল প্রমুখ।