
জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরা শ্যামনগরে পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবনচ্— এই শ্লোগানকে সামনে রেখে শ্যামনগরে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনি খাতুন এর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ঈউঙ ইউথ টিম-এর পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষকে আবর্জনা সংগ্রহের জন্য একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা ভ্যান উপহার দেওয়া হয়,পৌর প্রসাশকের নিকটে।
অভিযানে অংশগ্রহণ করেন ঈউঙ ইউথ টিমের স্বেচ্ছাসেবকরা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, পরিচ্ছন্নতা কর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা, বাজার ও অফিস প্রাঙ্গণ পরিস্কার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন, শ্যামনগর উপজেলার প্রকৌশলী আব্দুল সামাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি মো. ইয়াসিন আরাফাত, সদস্য মো. রাকিবুল্যাহ সোহাগ সহ স্বেচ্ছাসেবক, স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক বৃন্দরা।
তাঁরা সক্রিয়ভাবে অভিযানে অংশগ্রহণ করে সবাইকে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে উৎসাহিত করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন তিনি বলেন,পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু একদিনের কাজ নয়, এটি আমাদের অভ্যাসে পরিণত করতে হবে,সবাই মিলে কাজ করলে শ্যামনগরকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে,তাতে রুপান্তরিত হবে একটি মডেল উপজেলায়।

