
জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগর উপজেলার পল্লী ঈশ্বরীপুর গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার(১৩এপ্রিল) রাত ২টার দিকে ৭/৮ জনের একটি ডাকাত দল মরহুম আমজাদ হোসেনের বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাত দল মরহুমের স্ত্রী রহিমা খাতুন ও একমাত্র পুত্র মোহাম্মাদুল্লাহকে বেদম মারপিট করে। রহিমা খাতুন জানান, ডাকাত দলের মুখে মাস্ক পরা ছিলো। এক পর্যায়ে আলমারীতে রক্ষিত নগদ ২৭ হাজার টাকা সহ ২০ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশের ওসি নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শ্যামনগর থানায় অভিযোগ হয়েছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় জড়িতদের আটকে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।