প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৩:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০১৯, ১২:৪৭ অপরাহ্ণ
শ্যামনগরে এক অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
মোঃ আমজাদ হোসেন, মিঠু শ্যামনগরঃ শ্যামনগর ইছাকুড় ঈদগাহের পিছনে থেকে এক অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। সরেজমিনে গিয়ে জানা যায়, শুক্রবার আনুমানিক সকাল ১০ টার দিকে স্থানীয় কৃষকরা জমিতে ধান রোপণের সময় ওই যুবতীর লাশ দেখতে পায়। এসময় তারা মুঠোফোনে সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ আব্দুস সবুর গাজী কে অবহিত করেন, ইউপি সদস্য ঘটনাস্থলে এসে লাশ দেখে শ্যামনগর থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা ঘটনাস্থলে যান। এ বিষয়ে জানতে চাইলে অফিসার ইনচার্জ বলেন, মেয়েটির গলায় দাগ আছে, তাকে ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বিষয়টি আমি কালিগঞ্জ সার্কেলকে অবহিত করেছি।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.