শেখ আব্দুল হাকিম/ জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগর সদরে স্থাপিত একে ফজলুল হক এমসিএ কলেজ স্থাপন এবং সরকার কর্তৃক পাঠদানের অনুমোদন পাওয়ায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় কলেজ চত্বরে সুধী সমাবেশে শুরুতে পবিত্র কুরআন তেলায়াত করেন, মুফতি মোঃ আব্দুল খালেক। সভাপতিত্ব করেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এস.এম. আতাউল হক দোলন। প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম. জগলুল হায়দার।
এসময় এস.এম. জগলুল হায়দার বক্তব্যে বলেন, বর্তমান সরকার গণমাধ্যম শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার প্রতি অনুরাগী সরকার। তিনি বলেন, আমি ২০১৪ সালে সংসদ সদস্য হওয়ার পরে নির্বাচনী এলাকায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে। আমরা চলে যাব কিন্তু আমাদের রেখে যাওয়া স্মৃতি এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়ে যাবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কে.এম রব্বানী, কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। প্রধান আলোচন ছিলেন, শ্যামনগর সরকারি সহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ,কে,এম আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন, এএসপি কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, কালিগঞ্জ রোকেয়া মুনছুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ,কে,এম জাফরুল আলম বাবু, বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা স.ম ওসমান গণি, আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আশেক এলাহী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা বাংলা ও শিল্পি রানী, এনজিও প্রতিনিধি নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর পরিচালক মোঃ লুৎফর রহমান, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জি.এম শোকর আলী, গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এস.এম আফজালুল হক, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, নওয়াবেঁকী মহিলা মাদ্রাসা অধ্যক্ষ ইকরামুল কবীর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় গন্যমান্য এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
একে. ফজলুল হক এমসিএ কলেজের প্রতিষ্ঠাতা বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ.কে. ফজলুল হক উপস্থিত থেকে প্রতিষ্ঠানের শিক্ষার পথ সুগম করার জন্য উপস্থিত সকলকে আন্তরিকভাবে আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।