শ্যামনগর প্রতিনিধি: রাষ্ট্রীয় মদদে ভারতে মুসলমানদের উপরে নৃশংস হামলা, নির্যাতন ও মসজিদে অগ্নিসংযোগ সহ মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে ইসলামী আন্দোলন শ্যামনগর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পরে শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মাওঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
মাওঃ আবু বকর সিদ্দিক ভারতে মুসলমানদের উপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় ইসলামী আন্দোলনের সকল নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।