
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি নিরাপদ খাদ্যের চাহিদা পূরণে ঈশ্বরীপুর ইউনিয়নে অতি দরিদ্র ৮২৫ পরিবারের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল ৩টায় ঈশ্বরীপুর ইউনিয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায় প্রত্যেক উপকারভোগীকে পেয়ারা, কদবেল, লেবু, সফেদা ও নারিকেল বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুল কাদের। তিনি বলেন বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলার লক্ষ্যে ইসলামিক রিলিফ বাংলাদেশের আওতায় এই ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়। গাছের উৎপাদিত ফল দিয়ে একদিকে যেমন নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে বিক্রি করে আয় করা সম্ভব। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে উপকূলের মানুষ। প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ এসব ফল পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে। তাই বসতবাড়ির আঙ্গিনায় ফলদ বৃক্ষের চারা রোপনের মাধ্যমে পুষ্টির বাগান তৈরি করার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশের মাধ্যমে আটশত পঁচিশ অতিদরিদ্র পরিবারকে বিনামূল্যে চারা দেওয়া হয়েছে। এসব ছাড়া কেবলমাত্র সঠিক পরিচর্যা করলেই পুষ্টির চাহিদা মিটবে বলে জানান তিনি। তিনি আরো বলেন পাশাপাশি সাধারণ হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করা এই প্রকল্পের প্রধান লক্ষ্য। বাড়ির আঙ্গিনাকে কাজে লাগিয়ে লাভবান হবার পাশাপাশি নিজ পরিবারের পুষ্টির চাহিদা পূরণ ছাড়াও বাড়তি আয় সম্ভব। এছাড়াও এসব গাছ দুর্যোগের প্রভাব মোকাবেলায় সহায়তা করবে বলে জানান তিনি। উক্ত বিতরণ কার্যক্রমে দায়িত্ব প্রাপ্ত হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প কর্মকর্তা ইস্তিয়াক আহমেদ।