
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে:- পদ্মার ইলিশ মাছ সবার প্রিয়। কিন্তু দক্ষিণ অঞ্চলে শ্যামনগরে ইলিশ মাছের নামে কাঠ খয়রা বিক্রি করছে এক ধরনের প্রতারক চক্র। নিয়মিত প্রতারনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এমন ধরনের ঘটনা শ্যামনগর উপজেলার আনাচে কানাচে। সোমবার সকাল ১১ টার দিকে ভেটখালী বাজারে ইলিশ মাছের নামে কাঠ খয়রা মাছ বিক্রিকালে জনরোষনলে পড়ে ৩ জন প্রতারক। কিশোরগঞ্জের আব্দুর রশিদের পুত্র আক্তার হোসেন, জহুর মিয়ার পুত্র ওলি, সাতক্ষীরার সুলতানপুরের সুমন আলীর পুত্র মোক্তার হোসেন ৩জন প্রতারনার আশ্রয় নিয়ে ইলিশ মাছের নামে কাঠ খয়রা মাছ ৬শ টাকা হালি দরে বিক্রি করতে থাকে। ঐ সময়ে স্থানীয়রা প্রতিবাদ করে। সাতক্ষীরার স্থানীয় পত্রিকার সাংবাদিক নামধারী সৈয়দ হাসান ইমামের মোবাইল ধরিয়ে দেয় মাছ বিক্রেতা। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন এসে পরিবেশ শান্ত করে।