শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে স্থানীয় সরকার বিভাগের প্রাপ্ত বরাদ্দ হতে শ্যামনগর উপজেলার ইমাম,পুরোহীরি ও কাজীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার মোট আটশত জনের মধ্যে প্রাথমিক পর্যায়ে ২০৬ জন কে ইফতার সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা , ১ কেজি তেল, ৫০০ গ্ৰাম চিড়া ও ৫০০ গ্ৰাম খেজুর প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০ টায় উপজেলা চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গীফারি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ আতাউর রহমান, গাবুরা ইউপি চেয়ারম্যান মোঃ মাছুদুল আলম, প্রেস ক্লাবের উপদেষ্টা শেখ আফজালুল হক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মিঠু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইমাম, পুরোহিত ও কাজীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাহানুল ইসলাম।