জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
শ্যামনগরে বংশীপুর বাসষ্টান্ড সংলগ্ন উত্তপাড়া নূর জামে মসজিদের ইমাম মাওলানা ইসরাফিল হোসেন(৩৫) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (০২ মার্চ) মাগরিবের নামাজের পরে ওই মসজিদের ভিতরে ফ্যানের হুকের সাথে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি উপজেলার হরিনগর গ্রামের অমেদ আলী মোল্যার পুত্র।
ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এড. জি.এম শোকর আলী জানান, মাগরিবের নামাজের পরে মুসল্লিরা সবাই মসজিদের বাহিরে চলে যায়। এই সুযোগে ইমাম সাহেব গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করে। এশার নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে এসে দেখেন ইমাম সাহেব গলায় দড়ি দিয়ে ফ্যানের হুকের সাথে ঝুলে আছে। বিষয়টি তাৎক্ষনিক শ্যামনগর থানা পুলিশকে অবহিত করা হয়।
শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হবে।