আব্রাহাম লিংকন: শ্যামনগরের ভূরিভোজের অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে সহকারী কমিশনার (ভূমি) কে হয়রানী করায় ইউপি সদস্য সহ দু’জনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনাসূত্রে জানা গেছে যে, টেংরাখালী গ্রামে বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু গত ১৪ই মে ২০২০ বৃহস্পতিবার তারিখে তার সমর্থিত লোকজন নিয়ে একটি ভুরিভোজের আয়োজন করেন। তারই প্রেক্ষিতে এলাকার উঠতি বয়সি যুবকরা আজ ১৬ই মে ২০২০ তারিখে একটি ভুরিভোজের আয়োজন করলে ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু শ্যামনগর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল হাই সিদ্দিকী নিকট মোবাইল ফোনে বলেন যে, এই করোনা ভাইরাসকে উপেক্ষা করে জনসমাগম সৃষ্টি করে ২শ’৫০ জন ব্যক্তির ভুরিভোজের আয়োজন করেছেন।
শ্যামনগর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল হাই সিদ্দিকী বিষয়টি আমলে নিয়ে ১৬ই মে বিকাল ৫টার সময়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন মাত্র ২০/২৫ জন ব্যক্তির ভূরিভোজের আয়োজন হয়েছে।
শ্যামনগর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল হাই সিদ্দিকীরকে ২৫০ জন ব্যক্তির ভুরিভোজের অসামঞ্জস্যপূর্ণ তথা মিথ্যা সংবাদ দিয়ে হয়রানী করায় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ঐ ভুরিভোজের আয়োজনকারী টেংরাখালী গ্রামের হোসেন কয়ালের পুত্র আনারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এ ব্যাপারে শ্যামনগর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল হাই সিদ্দিকী বলেন, আসলে ঐ এলাকায় সাবেক ইউপি সদস্য ও বর্তমান ইউপি সদসস্যের মধ্যে দুটি গ্রুপ রঢয়ছে। ইউপি সদস্য আব্দুল হামিদ লান্টু আমাকে জানান তিন থেকে চার শত লোক এই ভুরিভোজে অংশ গ্রহন করবে কিন্তুু ঘটনা স্থানে যেয়ে দেখি ১৫ থেকে ২০ জন লোক। ভুল তথ্য দেওয়ার কারনে ইউপি সদস্য আব্দুল হামিদ লালটুকে দশ হাজার টাকা এবং আয়োজককারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।