সাতনদী ডেস্ক: শ্যামনগরে কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জিএম রেজাউল করিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভূক্তভোগী এক নারী। বুধবার শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩২/৩০৭ নং মামলা করেন। মামলা সূত্রমতে, গত ১২ জুলাই রাত ৮টার দিকে মানিকখালী গ্রামে মৃত আবুল কালামের পরিত্যাক্ত বাড়িতে রেজাউল করিমের নেতৃত্বে সহযোগীরা ওই নারীকে গণধর্ষণ করে। মামলার অন্যান্য আসামীরা হলেন- কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত ছাকাত মোল্যার ছেলে আবুল হোসেন মোল্যা, হেতালখালী গ্রামে আবুল মিস্ত্রীর ছেলে তাহের গাজী মেন্দিনগর গ্রামে মৃত মোবারক আলীর ছেলে বাবলুর রহমান, শ্রীফলকাটি গ্রামে আব্দুল সরদারের ছেলে ফিরোজ সরদার প্রমুখ। শ্যামনগর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষ আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যহত আছে।