শ্যামনগর সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালী গ্রামের আদিবাসী মুন্ডা পল্লীতে শুক্রবার অতর্কিত হামলায় আহত নরেন্দ্র নাথ মুন্ডার মৃত্যু। ২০ আগষ্ট শনিবার দুপুর ৩টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উক্ত হামলার ঘটনায় দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার ঘটনায় আদিবাসী মুন্ডা পল্লীর ফনিন্দ্র নাথ মুন্ডা বাদী হয়ে ২২ জন এর নামে ও ১৬০ থেকে ১৭০ জনকে অজ্ঞাত আসামি করে শ্যামনগর থানায় মামলা করেন। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো: সানোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে মামলা রেকর্ড হয়েছে মামলা নং-৩৮। মামলার আসামীদের গ্রেফতার করার প্রচেষ্টা চলছে ইতোমধ্যে নুরহোসেন ও নুরমোহাম্মদ নামের দুইজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।