শ্যামনগর প্রতিবেদক: “দূর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলা প্রশাসন, দূর্নীতি দমন কমিশন ও শ্যামনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ বিরোধ দিবস-২০২৪ পালন উপলক্ষে শ্যামনগরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এক বর্ণঢ়্য র্যালী উপজেলা চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে ফিরে এস উপজেলা হল রুমে আরোচনা সভায় অংশ নেয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণি খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শ্যামনরগ থানা ওসি (তদন্ত) প্রমুখ। এ সময় সরকারি, বে-সরকারি, এনজিও, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একই মঞ্চে “রানি-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত দৃশ্য গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রণি খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শ্যামনরগ থানা ওসি (তদন্ত), নারী সংস্থা নকশিকাথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার পরিচালক অষ্টমি মালো প্রমুখ। অনুষ্ঠান শেষে জয়িতাদেরকে ক্রেস্ট দিয়ে।