শ্যামনগর প্রতিনিধি: “প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমারে সবার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অভিবাসি কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর সহযোগীতায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসি দিবস ও জাতীয় প্রবাসি দিবস ২০২৪ পালন উপলক্ষ্যে শ্যামনগরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহনে এক বর্ণাঢ়্য র্যালী উপজেলা অফিস চত্ত্বর থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, শিক্ষা একাডেমি সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি সামিউল আযম মনির, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি,এম মাসুদুল আলম প্রমুখ। আলোচনা সভায় সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, সংস্থার প্রতিনিধিগণ ও ওকাপ এর নেত্রিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ওকাপ এর ফিল্ড অফিসার মোঃ আল আমিন, ম্যানেজমেন্ট অফিসার মেহেদী হাসান, ফিল্ড অর্গানাইজার রেজাউল করিমসহ অন্যান্যরা।