শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগরের কৈখালী ইউনিয়নের গত ১৩ জুন শ্যামনগর থানা পুলিশের তৎপরতায় আটক হওয়ায় দুই বখাটের জামিন বাতিলের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কৈখলী সাহেবখালী গ্রামের ফজলু মোড়লের পুত্র শাহিন ও আমিনুর মোড়লের পুত্র ফয়সাল শাকিল সিংগাপুর থেকে দেশে ফিরে একই গ্রামের পিতাহারা স্কুল পড়ুয়া এক শিশু কন্যা (১৫) কে চলার পথে ডিস্টাব, কু-প্রস্তাব ও যৌন হয়রানী করে আসছিল। তারা উভয়ে ১২ জুন রাত আনুমানিক ১২ টার সময় ধর্ষণের চেষ্টার প্রাক্কালে হাতে নাতে ধরা পড়ে এবং শ্যামনগর থানা পুলিশের তৎপরতায় আটক হয়। পরদিন ভিকটিমের মাতা হোসনেয়ারা খাতুন বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে শ্যামনগর থানায় ৩৫নং মামলা দায়ের করে। মামলা মূলে আসামিদের জেল হাজতে প্রেরণ করে শ্যামনগর থানা পুলিশ। আটক হওয়া দুই বখাটের পরিবারের লোকজন ভিকটিমের মাতা হোসনেয়ারা ও খালা শাহানারাসহ পরিবারের লোক জনের নামে বিভিন্ন রকমের হুমকি ধামকি, ক্ষয়-ক্ষতি করে চলেছে। তাছাড়া দুই বখাটে জেল হাজত থেকে বের হইলে ওই শিশু কন্যার মুখে এসিড মেরে পুনরায় সিংগাপুর চলে যাওয়ার হুমকি দিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, কৈখালী সাহেবখালীতে যে কোনো সময় এবিষয়টি নিয়ে দাঙ্গা সৃষ্টি হতে পারে। অসহায় কন্যার পরিবার ও এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট নারী উত্যাক্তকারী দুই বখাটে শাহিন ও ফয়সাল শাকিলের দীর্ঘদিন জেল হাজতে আটকিয়ে রাখার দাবি জানিয়েছেন। তাছাড়া ভিকটিমের পরিবারের নিরাপত্তার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।