বিশেষ প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে তিনটা বসত ঘর আগুনে পুড়ে ভষ্মীভূত হয়েছে। গত শুক্রবার বেলা ডেড়টার দিকে পাতাখালি গ্রামের মাষ্টার রফিকুল ইসলামের বাড়িতে আগুন লাগে। এসময় বাড়ির লোকজন জুমার নামাজে মসজিদে থাকায় আগুন নিভাতে না পারায় তিনটা বসত ঘর সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। ঘরের মধ্যে রক্ষিত থাকা জমির কাগজ পত্র টাকা পয়সা ও কয়েক সার্টিফিকেটসহ সমুদয় কাগজ পত্র ও মালামাল আগুনে পুড়ে যায়। এঘটনায় শিক্ষক রফিকুল ইসলাম শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।