জিয়াউর রহমান, শ্যামনগর: শ্যামনগর সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান এক স্বামী পরিত্যাক্তা অসহায় নারীকে শীতবস্ত্র প্রদান করেছেন। সোমবার সকাল ১১টায় উপজেলা সমাজসেবা অফিস কক্ষে ওই নারীকে ১টি কম্বল, ২টি ব্রাশ, ১টি গামছা, ১টি স্কুল ব্যাগ ও ১টি মশারি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ আব্দুল হাকিম, জিয়াউর রহমান, গাজী আল ইমরান প্রমুখ। তথ্য অনুসন্ধানে জানা যায়, শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নে ৯ নাম্বার সোরা গ্রামে মো: আমিনউদ্দিন শেখের কন্যা নাসিমা খাতুন এক পুত্র সন্তানের জননী।নাসিমা খাতুনের স্বামী হাসান মালী তাকে প্রায় ১০ বছর পূর্বে তালাক দেয়। সেখান থেকে সে স্বামী পরিত্যক্ত অবস্থায় ছেলে সন্তান মুক্তার মালিক নিয়ে দীর্ঘদিন মানবতার জীবন যাপন করে আসছে। জীবনের ঝুঁকি নিয়ে নাসিমা গাবুরা সুন্দরবন সংলগ্ন নদীতে জাল টেনে মাছ ধরে সেই মাছ স্থানীয় বাজারে বিক্রি করে অতি কষ্টে সংসার চলে তার। নাসিমার এমন দূরবস্থার বিষয়টি শুনে সাংবাদিক শেখ আব্দুল হাকিম নাসিমা ও তার ছেলে মুক্তারকে নিয়ে শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসে আসেন। এসময় সমাজসেবা অফিসের অন্যান্য অফিস স্টাফদের মধ্যে তারক নাথ দেবনাথ, আব্দুল গণি ও মনির হোসেন উপস্থিত ছিলেন।