
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে প্রশাসনের নিষেধ অমান্য করে গাবুরায় কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার জেলিয়াখালী গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল্যাহ। এ সময় কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাইকগাছা থানার সোলাইমান সরদারের ছেলে বেলাল সরদার এবং একই এলাকার শুকুর মোড়লের ছেলে হাবিবুর মোড়ল এবং শাহাদাৎ ফকিরের ছেলে মোসলে উদ্দীনকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এধরনের অভিযান ভবিষ্যতে অব্যহত থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল্যাহ জানান।