জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ঘনবসতি ্এলাকায় অবৈধ ভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে আইয়ুব আলী গাজী নামে এক ভাটা মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার (৯জুন) দুপুর ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শহিদুল্ল্যাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বৈধ কাগজপত্র না থাকায় ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস জেল দন্ড দেন। এসময় অগ্নিনির্বাপক দলের সদস্যরা লক্ষাধিক ইট ধ্বংস করেন। আইয়ুব আলী শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর দীঘিরপাড় গ্রামের কাশেম গাজীর ছেলে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শহিদুল্ল্যাহ।