
শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর থানা পুলিশ অজ্ঞাত এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে। রোববার (১২ মার্চ) দুপুর ২টার দিকে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) পিংকু মন্ডল উপজেলা সদরের জমিদার বাড়ি নামক স্থান হতে ওই নারীর মরদেহ উদ্ধার করে। সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) এর উপ পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ওই নারীর ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছেন।
শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় জানার চেষ্টা অব্যহত আছে।