শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলার নূরনগরে ভয়াবাহ অগ্নিকান্ডে তিন ফার্নিচার দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বধুবার রাত ২টার দিকে নূরনগর ত্রিমোহনী মোড় এলাকায় বাংলালিংক নেটওয়ার্ক টাওয়ার এর পার্শ্ববর্তী হামজা মার্কেটের মোকাররম হোসেন, রাশেদ হোসেন, তামিম হোসেনের কাঠের ফার্ণিচার দোকানে এ ভয়াবহ আগুন লাগে। এতে প্রায় পনের লক্ষ টাকা সমপরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বধুবার রাত ২ টার দিকে অগ্নিকান্ডের সূচনা হয়। তৎক্ষনিক কালিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে। তবে আগুন নিয়ন্ত্রন করার পূর্বেই আগুন চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রন করা সম্ভব না হলে আরো ভয়াবাহ ক্ষতি হতে পারত। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।