গাজী জিয়াউর রহমান: শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়নে হরিনগর বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আগস্ট মাস উপলক্ষে ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় অনির্বাণ ক্লাব এর আয়োজনে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতির মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, টু আইসি এএসআই এনামুল হক, ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকবর আলি পাড়, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলু গাজী, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোস্তফা কামাল, মুন্সিগঞ্জ আওয়ামী লীগের সদস্য রবিউল ইসলাম, মুন্সিগঞ্জ আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোস্তফা (গামছা মোস্তফা) প্রমুখ।
উদ্বোধনী খেলায় অনির্বাণ ক্লাব ও মুন্সিগঞ্জ ফুটবল একাদশ পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় অণির্বাণ ক্লাব একাদশ ২-১ গোলে বিজয়ী হয় খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাহবুব এলাহি। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন মিলন হোসেন, পলাশ, অবনীশ, আলামিন, জামাল হোসেন।