
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের শুরুতেই দূর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে যে, গত মাসে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের প্লিয়ার তৈরীর কাজে নিন্মমানের রড দিয়ে ঢালাই চলে। ঐ সময়ে এলাকাবাসীর বিষয়টি নজরে পড়ে। ১০৯ টি প্লিয়ারের মধ্যে ৫১ পিছ প্লিয়ারের কাজ শেষ। প্লিয়ার তৈরীর কাজে নিন্মমানের রড এবং প্লিয়ারের খাঁচা তৈরিতে ১১৪ পিছ রিং দেওয়ার কথা থাকলেও ৯৪/৯২ পিছ রিং দিয়ে ঢালাই কাজ করার ফলে স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়। চাপে পড়ে ফেরত নিয়ে যায় নিন্মমানের রড। ১ মাস কাজ বন্ধের পর উপরী মহলের তদবির ও দেনদরবারে বাকি প্লিয়ার তৈরীর কাজ শুরু হয়। ঢাকা পড়ে যায় নিন্মমানের রড দিয়ে তৈরি ৫১ পিছ প্লিয়ার।
সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের প্রধান মিস্ত্রি আবু মুছা বলেন, আমি মিস্ত্রি। আমাকে যে ভাবে কাজ করতে বলেছে সে ভাবে কাজ করেছি। তবে আগের রডগুলো ফেরত দিয়ে নতুন রড আনা হয়েছে।
স্কুলের আহবায়ক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৭ আগষ্ট ২০২০ তারিখ সকালে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন। এবং পরবর্তিতে এমন ধরনের কোন অভিযোগ যাতে না হয় সে বিষয়ে অবগত করেন। কিন্তু কি হবে ঐ নিন্মমানের রড এবং প্লিয়ারের খাঁচা তৈরিতে ১১৪ পিছ রিং দেওয়ার কথা থাকলেও ৯৪/৯২ পিছ রিং দিয়ে ঢালাই কাজ করার প্লিয়ারগুলো এমন ধরনের প্রশ্ন সবার মুখে মুখে।
এদিকে স্কুলের আহবায়ক কমিটি থাকার ফলে সঠিকভাবে কাজগুলো দেখা হচ্ছে না এমন দাবী করেছে স্কুলের ছাত্র/ছাত্রী অভিভাবক মহল।
তবে আরও একটি সুত্রে জানাগেছে যে, শিক্ষা মন্ত্রনালয় থেকে সংস্কার ও সাইকেল সেট নির্মানেও হয়েছে ১০ লাখ টাকা তছনছ। কোন রকমে দেওয়ালের ফাটা স্থানগুলো পুটিং করে পালিশ না করে নিন্মমানে রং করা হয়। সাইকেল সেট নির্মানে ছাউনির কাঠামো হিসাবে কোন রকমে কয়েকটা লোহার এঙ্গেল দিয়ে চাল ছাওয়া হয়েছে।
সাংবাদিককে ম্যানেজ করার জন্য ঐ স্কুলের নতুন ভবন নির্মানের ঠিকাদার করিম বলেন, নিউজ করার দরকার নেই আমি শ্যামনগরে এসে আপনার সাথে দেখা করবো।
কি হবে ঐ নিন্মমানের রড এবং প্লিয়ারের খাঁচা তৈরিতে ১১৪ পিছ রিং দেওয়ার কথা থাকলেও ৯২ থেকে ৯৪ পিছ রিং দিয়ে ঢালাই কাজ করার প্লিয়ারগুলো ?
এমন ধরনের প্রশ্নের জবাবে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গীফারী বলেন, আমি এমন ধরনের অভিযোগ পেয়ে ঘটনাস্থালে গিয়ে একটি পরিদর্শন কমিটি তৈরি করে দিয়েছি। এবং পরবর্তিতে এমন ধরনের অভিযোগ পেলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।