শ্যামনগর ব্যুরো: ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক আলোচনা সভা ও ৫ কোটি ৩৬লাখ টাকা ব্যয়ে যাদবপুর ফুল বাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১০ই আগস্ট সকাল ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভা শেষে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস, এম, জগলুল হায়দার।ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী মোঃ জাহিদ বিন গফুর,শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব আকবর কবীর, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সাংবাদিক সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের ৫ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৪তলা নতুন ভবনের নির্মান কাজ বাস্তবায়ন করা হয়েছে।