শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী চালিতাঘাটা ঈদগাহ জামে মসজিদের ইমাম রমিছুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় ইমাম রমিছুর রহমান বাদী হয়ে চালিতাঘাটা গ্রামের সাহাদাত মোড়লের পুত্র মোঃ হাবিবুর মোড়ল, মৃত ইনতাজ মোড়লের পুত্র আদম মোড়ল, সাহাদাত মোড়ল ও সাহাদাত মোড়লের স্ত্রী ফরিদা বেগমের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন বলে যানা যায়।
এজাহার সূত্রে প্রকাশ, ভূরুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা ঈদগাহ জামে মসজিদে ৫ বছর যাবত ইমাম হিসাবে দ্বায়িত্ব পালন করছেন রমিছুর রহমান। আসামীগণের বাড়ির ডান পাশে উক্ত মসজিদটি অবস্থিত। মসজিদটি প্রতিষ্ঠিত হওয়ার পর হতে আসামীগন বিভিন্ন ধরনের হুমকি ও মসজিদটি ক্ষয়-ক্ষতি করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে তিনি উল্লেখ করেন। পূর্ব শত্রুতার জের হিসাবে ঘটনার সময় জুম্মার নামাজের আযানের পর তিনি মসজিদের ভিতরে কোরআন তেলওয়াত করা কালিন সময় আসামীগন তাকে এলোপাতাড়ি মারপিট করে। এতে তিনি জখমপ্রাপ্ত হন। তার ডাক চিৎকারে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা মসজিদে আসলে ওই সময় সন্ত্রাসীরা কৌশলে পালিয়ে যায়। ইমাম রমিছুর রহমানকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে কিছুটা সুস্থ্য আছেন এবং আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ববর্তী পোস্ট