শেখ আব্দুল হাকিম/জিয়াউর রহমান,শ্যামনগর থেকে: সাতক্ষীরা রেঞ্চ পশ্চিম সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামে খলিল গাজীর বাড়িতে অভিযান চালিয়ে হরিণের তাজা মাংস জব্দ করেছেন বুড়িগোয়ালিনী বন ষ্টেশন অফিসের সদস্যরা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মেদের নেতৃত্বে সদস্যরা অভিযান চালানোর সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বাড়ির সবাই পালিয়ে যায়। খলিল গাজী ওই গ্রামের ফজর আলী গাজীর ছেলে।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম. এ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে বনকর্মীরা ঘটনাস্থল থেকে হরিণের তাজা ৫ কেজি মাংস জব্দ করে। তবে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।