জামিনুর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। এখানে সাধারণ জনগনেরমাঝে ইউনিয়ন পরিষদ নির্বাচন এর উল্লাস দেখা যাচ্ছে। এ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী চার জন অপর বিরোধী দলীয় প্রার্থী দুই ও স্বতন্ত্র প্রার্থী দুইজন রয়েছে, আওয়ামী লীগের প্রার্থীরা হলেন গাজী আনিসুজ্জামান আনিচ, আলহাজ্ব সমশের আলী ঢালী, গাজী আনোয়ার হোসেন মিন্টু, এস এম আব্দুর রউফ, ও বিরোধী দলীয় হলেন আব্দুর রসিদ ঢালী, মোঃ মফিজুর রহমান,ও স্বতন্ত্র প্রার্থী টি এম নুরুল হক, পরিতোষ হালদার,
নৌকা মনোনয়ন প্রত্যাশী হলেন শ্যামনগর উপজেলার সাবেক ছাএলীগ এর সাংগঠনিক সম্পাদক,সাবেক উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সাবেক ২নং ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, বর্তমান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, গাজী আনিসুজ্জামান আনিস বলেন দেশরত্ন শেখ হাসিনা যদি আামাকে নৌকা মনোনয়ন দেন তাহলে কাশিমাড়ী ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনুন্নত দেশকে উন্নয়নশীল দেশ হিসাবে গড়ে তুলছেন,আমি তার এই ধারাবাহিকতা ভাবে কাজ করব, আমাদের এই ইউনিয়নে বেশিরভাগ রাস্তা ঘাট সমস্যা তাদের যাতায়াত ব্যাস্ত ভালো করব, এবং শেখ হাচিনা উন্নয়ন এর কার্যক্রম সেটা সাধারণ মানুষের মাঝে পৌঁছায়ে দিব।
আপর মনোনয়ন প্রত্যাশী হলো কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি২০০৯সাল থেকে ২০১৪ পযর্ন্ত, বর্তমান কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সমশের ঢালী,বলেন আমি মুক্তযোদ্ধা চেতনায় বঙ্গবন্ধু সপ্ন বাস্তবায়নয়ে লক্ষে দূর্নীতি মুক্ত উন্নয়ন কর্মকান্ড, সুষম বন্টন নেজ্য অধিকার মাদক মুক্ত ইউনিয়ন গঠনে ও ন্যায় বিচায় এর দৈঘ প্রত্যয় সাথে কাজ করব।
আপর মনোনয়ন প্রত্যাশী হলো আনোয়ার হোসেন (মিন্টু), বলেন কাশিমাড়ী একটি জামাত অধ্যুষিত ইউনিয়ন,1970 সালের দিকে এই ইউনিয়নে হাতে গোনা নাম মাত্র কয়েক জন আওয়ামীলীগ করতেন,তার মধ্যে আমার পিতা একজন উল্লেখ যোগ্য।এবং 1970 সাল থেকে আমার পিতা মোঃ কওছার গাজী 06নং ওয়ার্ডের সভাপতি হিসাবে 2014 সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন।আমি আওয়ামী লীগ পরিবারে জন্ম গ্রহন করে প্রাইমারী স্কুল জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দলের দুঃসময়ে শ্যামনগরের রাজপথে মিছিল মিটিংয়ে জয়বাংলা স্লোগান দিয়ে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছি নিঃস্বার্থ ভাবে।অতএব,আমি তৃণমূলে ছোটবেলা থেকে দলের দুঃসময়ের একজন নৌকার পরীক্ষিত কর্মী হিসাবে পরিচিত।সুতরাং কাশিমাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের পিছনের রাজনৈতিক পর্যালোচনায় কাশিমাড়ী ইউনিয়নে যারা দলীয় মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে একমাত্র আমিই একক আওয়ামীলীগ পরিবারের সন্তান,কারণ আমার পিতার পরিবার 1970 সাল থেকে আজ পর্যন্ত দলের দুঃর্দিনে মসজিদ ঈদগাহে হিন্দু হিসাবে আখ্যায়িত হয়ে ও দলের আদর্শ ত্যাগ করেনি।সেই সুবাদে আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী,যদি জননেত্রী দয়া করে আমার পরিবারের দিকে তাকিয়ে দলের দুঃসময়ের কর্মী হিসাবে মূল্যায়ন করে তাহলে আমি কাশিমাড়ী ইউনিয়ন কে একটি মৌলবাদী সন্ত্রাস বাদী রামদা বাহিনী মুক্ত ইউনিয়ন গড়তে বদ্ধ পরিকর।এবং কাশিমাড়ী ইউনিয়ন কে শ্যামনগর উপজেলার মধ্যে একটি উন্নত রোল মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ্।সেই সাথে ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতিতে তৃণমূলে আত্মীয় করণ স্বজন প্রীতি নির্মূল করে সকল পর্যায়ের নেতা কর্মী দেরকে মানসম্মান দিয়ে দলে চাঙ্গা করে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করে জননেত্রী শেখ হাসিনার সুফল মানুষের দোড় গড়ায় পৌঁছে দিয়ে বাংলার সফল প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।
আপর মনোনয়ন প্রত্যাশী হলে শ্যামনগর উপজেলার নতুন কাউন্সিলার বর্তমান কাশিমাড়ী ইউনিয়ন ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ বলেন আমার ইউনিয়নে মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এভাবে আগামী দিনগুলো করতে চাই, বিগত দিনে আম্ফান, বুলবুল,করোনা কালিনী মানুষের পাশে থেকে কাজ করছি। জননেত্রী শেখ হাচিনা দেশে যে পরিমাণ উন্নয়ন করছে তারি ধারাবাহিকতা ভাবে। মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে অত্র ইউনিয়নকে একটি মডেল হিসেবে গড়ে তুলব।
বিরধী দলীয় মনোনয়ন প্রত্যাশী সিনিয়র সহ-সভাপতি কাশিমাড়ী ইউনিয়ন বি এন পি, সহ- সাধারণ সম্পাদক শ্যামনগর উপজেলা বি এন পি, আব্দুর রসিদ ঢালী,বলেন আমি দলীয় ভাবে মনোনয়ন প্রত্যাশী। একটা সময় ছিলো কাশিমাড়ী ইউনিয়ন খুব খাবার অবস্থা ছিলো পরর্বতীতে ২০০১ সাল এসে এর হাল ধরি এবং আমি সেখান থেকে সামাজিক কাজ করে আচ্ছি এবং কাশিমাড়ী ইউনিয়ন কে একটা শুসংগঠিত দল হিসেবে গড়ে তুলছি। কাশিমাড়ী ইউনিয়ন বি এম পি শরিক দল জামাত ইসলাম তারা আমাকে সমার্থ দিবে ও ২০ দলিয়ো জোট আমাকে সমর্থ দিবে বলে আমি আসাকরি, আমি যে ভাবে সাধারণ মানুষের পাশে আছি, আগামী দিনগুলো সাধারণ জনগণ এর জন্য কাজ করতে চাই।
বিরধী দলীয় মনোনয়ন প্রত্যাশী কাশিমাড়ী ইউনিয়ন বি এন পি সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর রহমান বলেন কেন্দ্র যদি সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসে তাহলে কাশিমাড়ী ইউনিয়ন থেকে আমি মনোনয়ন চাইব,আমাকে যদি দেন তাহলে আমি দাড়াব আর আমাকে না দিলে আমি দাড়ব না,আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে কাশিমাড়ী ইউনিয়নকে অবৈধ জমি দখল ও দালাল মুক্ত,কেস মুক্ত ও মাদক মুক্ত ইউনিয়ন হিসাবে গড়ে তুলব।
স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান টি এম নুরুল হক বলেন আমি কনো দলের না আমি স্বতন্ত্র প্রার্থী বলে ফোন কেটে দেন পরর্বতীতে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হইনি।
স্বতন্ত্র প্রার্থী গোবিন্দপুর স্কুল অ্যান্ড কলেজের এর অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক পরিতোষ হলদার বলেন, আমি আমার ইউনিয়ন কে ঢেলে নতুন করে সাজাতে চাই।আমি সাধারন মানুষের জন্য নিরলস ভাবে কাজ করি। এই হিসাবে আমার কাশিমাড়ী বাসী যদি আমাকে প্রতীদান হিসাবে আমাকে নিরবাচিত করেন তাহলে আমি প্রথমে যে কাজ করব সেটি হলো অবকাঠামো উন্নয়ন মূলক কাজ করব।
তবে ইউপি নির্বাচনকে কেন্দ্র এলাকার চায়ের দোকান, হাট-বাজার আর বিপনী বিতানগুলোতে ইউনিয়নবাসীর মুখে নির্বাচনী আলোচনা আস্তে আস্তে জমে উঠছে।