
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে:
শ্যামনগরের ঈশ্বরীপুরে সিএমবি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে তবে অবৈধ স্থাপনার দিকে নজর নেই সিএমবি কর্তৃপক্ষের। সরেজমিনে গিয়ে দেখা গেছে যে, শ্রীফলকাটী ক্লিনিক মোড় সংলগ্নে সিএমবি রাস্তার গাঁ ঘেঁষে কয়েকটি দোকানঘর করতে দেখা গেছে। এ বিষয়ে সিএমবি কর্তৃপক্ষকে অবগত করা হলেও কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করেনি।
ঈশ্বরীপুর ইউনিয়নের মৃত্যু গহর মাঝির পুত্র সফি মাঝি বংশিপুর থেকে মুন্সিগঞ্জ রাস্তার শ্রীফলকাটী ক্লিনিক মোড় সংলগ্নে সিএমবি রাস্তার গাঁ ঘেঁষে ৩ টা পাঁকা দোকানঘর প্রস্তুত করছে। দিনের পর দিন সিএমবি রাস্তার পাশে অবৈধ স্থাপনা বেড়েই চলেছে। সচেতন মহলের অভিযোগ, অনেকে আছে যারা অসচেতন ব্যক্তি, সিএমবির পাশে অবৈধ স্থাপনার তৈরি করে থাকে। কিন্তু তারা আগের থেকে কোন নোটিস না পাওয়ায় অবৈধ স্থাপনা তৈরি করে থাকে। পরে উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্থ হয়ে থাকে ঐ সব ব্যক্তিরা।
এ ব্যাপারে অভিযুক্ত সফি মাঝি সাথে ০১৯১৮১২২৪০৮ মোবাইল নম্বওে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি। এ বিষয়ে সাতক্ষীরা সিএমবির এসও কামরুল শেখ বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। তাকে নোটিস করা হয়েছে। অবৈধ স্থাপনাগুলো ভাঙ্গা হবে।