
জামিনুর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। এখানে সাধারণ জনগনেরমাঝে ইউনিয়ন পরিষদ নির্বাচন এর উল্লাস দেখা যাচ্ছে। এ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তিন জন আর বিরোধী দলীয় কোন প্রার্থীর এখানো কোন দেখা মেলেনি এখানে। আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তিন জন হলেন ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ঈশ্বরীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান এডভোকেট জি এম শোকোর আলী, প্রভাষক এম অলিউর রহমান ও জি এম সাদেকুর রহমান ।
নির্বাচনের ব্যাপারে প্রভাষক এম অলিউর রহমান বলেন, আমি সাবেক মহাসিন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক এবং বর্তমান শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগ এর যুগ্ন আহবায়ক ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, আমি দীর্ঘদিন মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি, ২০০৩ সালে থেকে আওয়ামী লীগের সাথে নিজেকে সংযুক্ত রেখেছি। তাই আমি দলীয়ভাবে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে অত্র ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।
আপর মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান জিএম সাদেকুর রহমান বলেন, আমি ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বংশীপুর সিদ্দিকীয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, বংশীপুর বালিকা বিদ্যালয় ও শ্রীফলকাটি আজিজিয়া কাসেমুল মাদ্রাসার সভাপতি। আমি দীর্ঘদিন ধরে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। তাই আমি আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকব।
অপর মনোনয়ন প্রত্যাশী ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ঈশ্বরীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান এডভোকেট জি এম শোকোর আলীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি ও তার পক্ষের লোকজন নির্বাচন উপলক্ষে মাঠে কাজ করে যাচ্ছেন। বর্তমান চেয়ারম্যান ও একজন আ’লীগ নেতা হিসেবে তিনি জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
আর এ ইউনিয়নে এখনো পর্যন্ত বিরোধী দলীয় কোন মনোনয়ন প্রত্যাশীর নির্বাচনী কার্যক্রম চোখে পড়েনি।
তবে ইউপি নির্বাচনকে কেন্দ্র এলাকার চায়ের দোকান, হাট-বাজার আর বিপনী বিতানগুলোতে ইউনিয়নবাসীর মুখে নির্বাচনী আলোচনা আস্তে আস্তে জমে উঠছে।