
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সুপেয় পানি সংরক্ষণের জন্য ১০০০ লিটার ধারণ সম্পন্ন পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে ১৪ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় ড্রাম বিতরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গিফারী, ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন শ্যামনগরে আম্পান পরবর্তী সময়ে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে জননেত্রী শেখ হাসিনার উপহার পানির ড্রাম ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে পৌঁছে দেওয়ার ব্যাপ্তয় প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র ইউনিয়নের ইউপি সদস্য জনাব আব্দুর রউফ।