
দীপক মিস্ত্রী: বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুরের দারুস সুন্নত আলিম মাদ্রাসার বেহাল দশা যেখান থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির সুশিক্ষিত সমাজ গড়ে উঠবে সেই শিক্ষাপ্রতিষ্ঠান যদি হয় ভগ্নদশা তাহলে কি করে সমাজ হবে সুশিক্ষিত ? বর্ষা মৌসুম আসলে পানিবন্দি হয়ে পড়ে অত্র এলাকার জনসাধারণ মাদ্রাসার মাঠগুলোতে থাকে পানি নিমজ্জিত,শিক্ষার্থীরা পারে না কোন ঠিক ঠাকমতো ক্লাস করতে এবং মাদ্রাসার মাঠগুলোতে খেলাধুলা করতে। সর্বনাশী বুলবুল কয়েকটা বিল্ডিং এর ছাওনি গুলো উড়িয়ে নিয়ে গেছে, পারছে না সেখানে ক্লাস করতে যদিও করোনা ভাইরাসের কারণে বর্তমান ক্লাস বন্ধ আছে, এই অবস্থা দেখে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন অত্র ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আশরাফ গাজীকে, উনি অত্র ওয়ার্ডের সহসভাপতি মোহাম্মদ রেজাউল করিম কে সঙ্গে নিয়ে অত্র মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মাদ্রাসার মাঠ ভরাট এর সিদ্ধান্ত গ্রহণ করেন, সেই সুবাদে অত্র এলাকার সুধী সমাজ কে সঙ্গে েিয় অত্র মাদ্রাসার মাঠ ভরাট করার জন্য গাইড বাঁধ নির্মাণ করছেন।
এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত উক্ত মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে ওনার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ মন্ডল এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত বিষয় নিয়ে আমি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির সঙ্গে কথা বলেছি এবং যাতে ওই মাদ্রাসার মাঠটি ভরাট করা যায় তার জন্য আমি সংশ্লিষ্টদের সকলকে নির্দেশ দিয়েছে। তবে আমার জানামতে এই বছরে আবার চন্ডিপুর দারুস সুন্নাত আলিম মাদ্রাসা রেজাল্ট সাতক্ষীরা জেলার দৃষ্টি আকর্ষণ করেছে এবং অত্র এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা আমি করেছি তার সুফল বর্তমানে মানুষেরা অনুভব করছে। তবে এই অসাধ্য সাধন হয়েছে আমার এক নাম্বার ওয়ার্ডের আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা নেতৃীবৃন্দের জন্য। আবার চন্ডিপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছি ও সকল কাগজপত্র প্রেরণ করেছি অত্র মাদ্রাসা সংস্কার করার জন্য।