প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৫:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২০, ১২:০৯ অপরাহ্ণ
শ্যাননগরে কৃষকদের সংকটে পাশে নেমে ভরসা যুগাচ্ছেন ইউএনও, পুলিশ ও জনপ্রতিনিধি
শ্যামনগর প্রতিনিধি:
করোনা ভাইরাসের কারণে জনসমাগম কমানোর ফলে সৃষ্ট শ্রমিক সংকটে সরকারি নির্দেশনায় দ্রুত ধান কাটার ব্যবস্থা ত্বরান্বিত করতেই মূলত তাদের এ বাস্তবিক সহযোগিতা। কাঁচি হাতে ধান কাটতে কৃষকদের পাশে প্রশাসনিক কর্মকর্তাদের এমন উদ্যোগে কৃষকদের মনোবল বৃদ্ধি পেয়েছে দারুনভাবে।
করোনা পরিস্থিতিতে চলতি ধান গোলায় তোলা নিয়ে অপ্রত্যাশিত সংকটে শ্যামনগরের কৃষকরা। একদিকে করোনা আতঙ্ক, শ্রমিক সংকট, প্রতিকূল আবহাওয়ার শঙ্কা। বিশেষ করে শ্রমিক সংকটে নিরূপায় কৃষক। সেই সংকটে মাথায় হাত পড়েছে ধান চাষী কৃষকদের। দূর্যোগে কৃষকের পাশে সরাসরি মাঠে নেমে এসেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। তার কৃষকবান্ধব এমন মানসিকতা ইতিবাচক সাড়া ফেলেছে কৃষকদের মনে। নিরাশার মধ্যে সহযোগিতার এমন দৃশ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে করেছে উদ্যোগী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর ও জেলেখালী গ্রামে শ্রমিক সংকটে থাকা ধান চাষীদের ধান কাটার কাজে লেগে পড়েন তিনি। এ সময় ধান কাটার কাজে সহযোগিতা করেন শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের নেতৃবৃন্দ।
এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, শিক্ষা অফিসার আকতারুজ্জামান মিলন, নির্বাচন অফিসার রবিউল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান, বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রমজাননগর ইউনিয়ন করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবী টিম এর সদস্য সচিব মো. নূরুন্নবী ইসলাম ইমন, সদস্য মোঃ আকতার হোসেন, মো. রোকনুজ্জামান দোলন, মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.