বিশেষ প্রতিবেদক, শ্যমনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মসজিদে ঢুকে নামাজরত তিন বৃদ্ধকে বেধড়ক মারপিটের ঘটনায় যুবলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে মামলা হয়েছে। এঘটনায় পুলিশ যুবলীগ নেতার পিতা আবুল কাশেমকে আটক করেছে।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী মোল্লাপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ চলাকালে হামলায় চালায় যুবলীগ নেতা মিজানুর রহমান। তিনি পদ্মপুকুর ইউনিয়ন যুবলীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। তার হামলায় আহত হন পাতাখালী গ্রামের এসএম আব্দুস সাত্তার (৬৭), মোসলেম মোল্লা (৬০) ও সাবুদ আলী (৬০)।
আহত সাত্তারের ছেলে মাসুম বিল্লাহ জানান, ‘প্রতিবেশী আবুল কাশেমের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আসরের নামাজের পর তার বাবা এসএম আব্দুস সাত্তার ও আবুল কাশেম বাগবিতÐায় লিপ্ত হন। এর জেরে মাগরিবের ওয়াক্তে মসজিদে নামাজরত অবস্থায় স্থানীয় যুবলীগ নেতা মিজানুর রহমান, তার বাবা আবুল কাশেম ও ছোট ভাই জালাল উদ্দিন সংঘবদ্ধ হয়ে সাত্তারকে মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে তারা প্রতিবেশী মোসলেম মোল্লা ও সাবুদ আলীকেও বেধড়ক মারপিট করেন। এতে তারা রক্তাক্ত জখম হন। তাদের তাৎক্ষণিক উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন আব্দুস সাত্তার। ফরজ শেষে সুন্নত নামাজ পড়াকালে মিজানুর রহমান মসজিদে গিয়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। ঠেকাতে গেলে মোসলেম মোল্লা ও সাবুদ আলীকেও মারপিট করে। মিজানুর রহমান ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। সে এলাকায় চাঁদাবাজ ও উচ্ছৃঙ্খল যুবক হিসেবে পরিচিত।’
এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা মিজানুর বলেন, ‘প্রথমে তারা আমার আব্বা আবুল কাশেমের সঙ্গে ঝগড়া করে ও তাকে মারপিট করে রাস্তায় ফেলে রাখে। ঘটনাটি জানার পর আমি সেখানে গেলে আমার সঙ্গেও তর্ক করে। মসজিদের ভেতরে কোনো মারামারি হয়নি। মসজিদের সামনে তর্ক হয়েছে।’
এ ঘটনায় হামলার শিকার আব্দুস সাত্তরের ছেলে মাসুম বিল্লাহ বাদী হয়ে শ্যাসনগর থানায় যুবলীগ নেতা সহ চার জনের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে মামলা করেছেন। থানা পুলিশ যুবলীগ নেতার পিতা আবুল কাশেমকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ র্মোশেদ বলেন, মসজিদের মধ্যে ঢুকে নামাজরত অবস্থায় মারপিটের ঘটনায় আইনানুগ ব্যবস্থাা গ্রহন সহ যুবলীগ নেতার পিতাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।