সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর দাসপাড়া মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মন্দির চত্বরে অনুষ্ঠিত সভায় মন্দিরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মন্দির কমিটির সভাপতি সুবোল সরকার, সহ-সভাপতি ভগিরাথ দাস, সাধারণ সম্পাদক পরিমল দাস, কোষাধ্যক্ষ রাম প্রসাদ দাস, সাংগঠনিক সম্পাদক বিকাশ দাস, সহ-কোষাধ্যক্ষ মিঠুন দাস, প্রচার সম্পাদক দিপংকর দাস, দপ্তর সম্পাদক উত্তম দাস এবং নির্মল দাস, অচিন্ত্য দাস, দেবাশীষ দাস, নিমাই দাস, উত্তম দাস, কেনা দাস, চন্ডি দাস, দেবব্রত দাস, মনি শংকর, বাপ্পী দাস, সুজন. মিলন ও সাধন দাসকে সাধারণ সদস্য করে এ কমিটি গঠন করা হয়েছে।