প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৩, ১:৫৮ অপরাহ্ণ
শোভনালী বেতুয়ার বিল ঘের কমিটি গঠন
ফিরোজ সভাপতি সেলিম সম্পাদক
প্রেস বিজ্ঞপ্তি: আশাশুনির শোভনালী ইউনিয়নের বেতুয়ার বিল ঘের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শোভনালী হাটখোলা মোড়ে ঘেৱ মালিকদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ঘেৱ মালিকগনেৱ সম্মতিক্রমে ফিরোজ হোসেনকে সভাপতি এবং সেলিম রেজাকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদি ১১ সদস্য বিশিষ্ট ঘেৱ কমিটি গঠন ও নীতিমালা তৈরী করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম, সহ সংগঠনিক সম্পাদক মো: নুরুজ্জামান, অর্থ সম্পাদক একরামুল কৱিম, তথ্য ও প্রচাৱ সম্পাদক মো: আলকেছুর রহমান। সদস্যরা হলেন, অসীম কুমাৱ সৱকার, মো: আবু হেনা গাইন ও মো: আৱিফুল ইসলাম।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.