প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৩:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ
শোভনালী ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ আবু বকর ছিদ্দিকীর সভাপতিত্বে সিটিআইপি সদস্য ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাসুদ করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিগত সভার সিদ্বান্ত পাঠ করেন ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব মোঃ মতিউর রহমান। আলোচনাকালে মানব পাচারের ফলে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যারা দেশে ফিরে আসে, তাদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নানা সেবা প্রক্রিয়া নিশ্চিত করার পাশাপাশি আগামী দুই মাসের করনীয় কার্যক্রম, মানব পাচারের ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটিতে করনীয় কাজের অংশ হিসেবে ওয়ার্ড সভা, উঠান বৈঠক এবং ইউপির উদ্যোগে জনসচেতনতার জন্য মাইকিং করার সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠানে রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল।
উল্লেখ্য, আশ্বাস প্রকল্প সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় কার্যক্রমটি পরিচালনা করছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.